বুধবার ১৩ নভেম্বর ২০২৪ - ১৩:২৪
জীবিকা বৃদ্ধি ও দীর্ঘায়ু অর্জনের রহস্য

হাওজা / নিজের পরিবার-পরিজনের সঙ্গে সদয় ও সদাচরণ করলে আয়ু বৃদ্ধির কারণ হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম জাফর সাদিক (আ.) বলেন,

منْ صَدَقَ لِسَانُهُ زَكَى عَمَلُهُ وَ مَنْ حَسُنَتْ نِيَّتُهُ زِيدَ فِي رِزْقِهِ وَ مَنْ حَسُنَ بِرُّهُ بِأَهْلِ بَيْتِهِ مُدَّ لَهُ فِي عُمُرِهِ.

যে সত্যবাদী, তার আমল পরিশুদ্ধ (ও আল্লাহর পছন্দনীয়) হয়ে যাবে,

যার নিয়ত নেক ও নির্লোভ, তার রিযিক বৃদ্ধি পাবে,

যে তার পরিবার-পরিজনের সঙ্গে সদয় ও সদাচরণ করবে, তার আয়ু বৃদ্ধি পাবে।

[ওয়াসায়েলুশ শিয়া, খন্ড- ১, পৃষ্ঠা- ৫৬]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha